সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় তার কাছ থেকে ৩৯৬ বোতল ফেন্সিডিল ‍উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি কভার্ডভ্যান। ৭ এপ্রিল শুক্রবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার, সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ৭ এপ্রিল আনুমানিক পৌণে ৬টায় নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়াস্থ ফ্রেশ সুপার মার্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ৩৯৬ (তিনশত ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল ও কাভার্ডভ্যান সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আসামী মোঃ রনি লক্ষীপুর জেলার লক্ষীপুর থানাধীন পিয়ারাপুর এলাকার শিমলের ছেলে। উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত আসামীর হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৪০ টাকা, ১টি মোবাইল, ১টি সীম ও ১টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল অভিনব পন্থায় সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।