সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। ২২ এপ্রিল সোমবার বিকালে জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় তালতলা এলাকায় এই মানববন্ধন হয়।
এসময় জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ন কবির ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, উপজেলা আওয়ামীলীগ নেতা ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জাঁমপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শারজাহান ভূঁইয়া, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূইয়া সুমন, উপজেলা আওয়ামীলীগ নেতা আহসান হাবিব টিপু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজ¦ী কুতুবদ্দিন ভূঁইয়া, জাঁমপুর ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ওসমান গনি, বীরমুক্তিযোদ্ধা শারজাহান ফকির, বীরমুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম খাঁন, বীর মুক্তিযোদ্ধা সোরব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সফর আলী, বীর মুক্তিযোদ্ধা মফিজ খাঁন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভানেত্রী ছনিয়া আক্তার সহ থানা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নুর বলেন, ২১এপ্রিল রবিবার রাত ৮টার দিকে আমি বাড়িতে যাওয়ার পথে জাঁমপুর ইউনিয়নের মহজপুর বাজারে সস্ত্রাসী দুলাল ও তাইজদ্দিন বাহিনী আমার রাস্তা গতিরোধ করে। এসময় তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে আমাকে ও আমার নাতিকে পিটিয়ে মারাক্তকভাবে আহত করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।