বন্দরে ডাকাত সর্দার রাজিম সহ ৫জন গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে ডাকাত সর্দার রাজিম সহ ৫জনকে গ্রেপ্তার করেছে। ১৭ এপ্রিল সোমবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার, সহকারী পরিচালক, সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

তিনি জানান, র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ১৭ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশনের পূর্বপাশ্বের কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের অন্ধকারাচ্ছন্ন স্থানে ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ৫ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার- মোঃ রাজিম মিয়া, মোঃ পারভেজ খান, মোঃ ইউসুফ মিয়া, মোঃ আবির, মোঃ রাশেদ আলম। উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে ২টি চাপাতি, ৬টি রামদা, ১টি ছোরা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়।

র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার অপরাধী এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বর্তমানে ঢাকা টু কুমিল্লা মহাসড়কের পাশে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে ডাকাতি সংঘটিত করে। সাধারনত মহাসড়কের পাশে অন্ধকারাচ্ছন্ন জায়গায় নিরীহ লোকজন ও যানবাহনকে টার্গেট করে ডাকাতি করে থাকে। রাজিম গ্যাং তাদের সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অত্র এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছ। অদ্য তারিখে রাজিম গ্যাং-এর সর্দার রাজিমসহ ৫ জন ডাকাতকে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উক্ত ডাকাতদের গ্রেপ্তাররের পর এলাকার জনগনের মধ্যে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পরে। এছাড়াও জানা যায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।