সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ ও র্যালিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে ১১নং ওয়ার্ড বিএনপি ।
সোমবার (১ মে) ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এ শ্রমিক সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মনির হোসেন মুকুল, এনামুল হক খন্দকার স্বপন, আবু হোসেন, রবিউল ইসলাম,সেলিম মিয়া আরিফুর রহমান, আজিজুল হক টিল্টু, মিন্টু মিয়া, আক্তার প্রমুখ।