সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন আশরাফুল মমিন খান। নতুন কর্মকর্তাকে জেলা পরিষদের চেয়ারম্যান সহ কর্মকর্তা-কর্মচারীগণ ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে গ্রহণ করেন।
বুধবার (৩ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন সিও আশরাফুল মমিন খান যোগদানের পর পরই জেলা পরিষদের চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি পরিচয় পর্ব ও মতবিনিময় সভা করেন।
এসময় মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন যিনি গত তিন মাস যাবত জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান, আবু নাইম ইকবাল, উপ-সহকারী প্রকৌশলী আবু আশরাফুল হাসান, কাঞ্চন কুমার পালিত, হিসাব রক্ষক গোলাব বোস, প্রধান সহকারী রেজাউল করিম রানা, উচ্চমান সহকারী নমিতা মল্লিক, মীর মাহমুদা খানম,অফিস সহকারী কাম-কম্পিউটার মো. মিলন হোসেন, হারুন অর রশিদ প্রমূখ।
মতবিনিময় সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা পরিষদের সার্ভেয়ার সোহেল রানা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ মসজিদের ইমাম শহীদুল্লাহ্।