ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

৮ মে সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নুরুল আমীন মাসুমকে আহবায়ক ও কলম সৈনিক এক সময়ের ছাত্রনেতা মো. আবুল কালামকে সদস্য সচিব করে বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়।

কমিটি গঠনের বিষয়ে অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম জানান, বক্তাবলী ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করেন।