সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন ওরফে আল জয়নালকে একটি চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন আহমদ এর আদালতে আল জয়নালকে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের এসএ মালেহ রোডের জয়নালের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই চাঁদাবাজি মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালতে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিন শুনানি আগামী ২৮ এপ্রিল ধার্য্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এখানে উল্লেখ্যযে, এর আগে কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয়পার্টিতে যোগদান করেন জয়নাল আবেদীন। কেন্দ্রীয় কমিটির সদস্য পদে অধিষ্ট হন। এর আগে তার বিরুদ্ধে জামাতের অর্থযোগানদাতা হিসেবে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাও হয়। থানায় প্রবেশ করে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে পুলিশের এক কনেস্টবলকে গুলি করে আহত করেছিলেন এই জয়নাল। নারায়ণগঞ্জে শীর্ষ ভুমিদস্যূদের মধ্যে অন্যতম জয়নাল। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের জমি দখল করার চেষ্টাও করেছিলেন তিনি। সরকাাির মহিলা কলেজের অধ্যক্ষকে বিবাদী করে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিন্দার ঝড় ওঠে।
এ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতির জমি জোরপূর্বক দখলের চেষ্টাও করে এই জয়নাল। তার বড় শক্তি নারায়ণগঞ্জের একজন তার কথিত পীর সাহেব। ওই পীরের মুরিদ এই জয়নাল এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। যে কারনে সে নারায়ণগঞ্জে দাপট দেখিয়ে আসতো। এসব বিষয় নিয়ে গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
এদিকে ২৪ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত ২০লাখ টাকা চাঁদাবাজি মামলায় নারায়ণগঞ্জের আলোচিত জাতীয় পার্টির (এরশাদ) নেতা আল জয়নালকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে বুধবার সন্ধ্যায় সদর মডেল থানায় জমি সংক্রান্ত ঘটনায় ২০ লাখ টাকা চাঁদাদাবী মামলাটি করেন।