সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দর থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা জুন) বাদ দুপুরে ২২নং ওয়ার্ডস্থ কোটপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ও প্রধান বক্তা বক্তব্যে বলেন,স্বাধীণতার ঘোষক বহুদলীয় গনতন্তের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি বলতে চাই বর্তমানে দেশের মানুষ এই ফ্যাসিবাদী সরকারের দুঃশাষনে জর্জরিত। দেশে আজ নিরব দূর্ভিক্ষ চলছে। এই দেশকে স্বনির্ভর দেশে রুপান্তরিত করতে হলে এই রাতের ভোটের অবৈধ সরকারকে হটাতে হবে। এই জুলুম সরকার ১৫বছর যাবৎ দেশকে তলাবিহীন রাষ্টে পরিনত করেছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি,দ্রব্যমূল্য আকাশ ছোয়া যা সাধারন মানুষের ক্রয়সিমার উর্ধ্বে চলে গেছে।
তাঁরা আরও বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের কুক্ষিগত করে রেখেছে। সরকারী কর্মকর্তাদের অশুভ শক্তির মাধ্যমে নিয়ন্ত্রন করছে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব আপনার যদি সৎ সাহস থাকে তাহলে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনে আসেন। নির্বাচনে এসে আপনার যোগ্যতা যাচাই করেন। জোর করে কখনো ক্ষমতা থাকতে পারবেন না। আপনার পতন ঘনিয়ে এসেছে। পালানোরও সুযোগ পাবেন না। পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনাসহ বিএনপির কারাবন্দী সকল নেতাদের দীর্ঘায়ু কামনা করছি।
মহানগর যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খানের সভাপতিত্বে ও যুবদল নেতা কামরুল হাসান ও জোনায়েদ আলম জনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, প্রধান বক্তা মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শিশির, হারুন অর রশিদ লিটন, যুগ্ম আহ্বায়ক শাহাদুল্লাহ মুকুল,মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, যুুুুবদল নেতা সাইফুল ইসলাম আপন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবদল নেতা পারভেজ খান, নবী উল্লাহ নবু, কামরুল হাসান, জোনায়েদ মোল্লা, হাবিবুর রহমান মাসুদ, সোহেল রানা, এমদাদ হোসেন, সোহেল প্রধান, মো. হাকিম, মুক্তার হোসেন, মোজাম্মেল, জুয়েল প্রধান, নাসির, মাহাবুব, রোমান সজীব, রহমান, শাহিন শিকদার, মো. স্বপন, রহমান, সুজন, মো. নিজাম, সজীব, রহমান, শাহিন শিকদার নিপু, মো. সোহেল, মো. সাগর, শরীফ পাঠান, মো. মাসুম, মো.শরীফ,পারভেজ, আজিজুল, হাকিম, মিলন, আলামিন, মজিবর, রাজিব, সুজন, আমজাদ, সাইদুল, আরমান, জুয়েল, সুহেল, মাহাবুল আলম, আঃ রহমান, সৈকত হাসান, আরমান, এস এম এলিন, শফি, মো. রহিম, শুক্কুর মাহমুদ, শাহাবুদ্দিন, বাতেন প্রধান,মো.রাসেল, মো. কামাল, নিজাম মিয়া, নাসির, আখতার, রানা, বাবু, রাকিব,তানভীরসহ বন্দর থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।