ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। ২৯ জুন বৃহস্পতিবার মুসলিম উম্মার বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। এ উপলক্ষ্যে ২৬ জুন সোমবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে এই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।
এছাড়াও হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনায় নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদ মোবারক – ঈদ মোবারক – ঈদ মোবারক।