সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৬ এপ্রিল শুক্রবার রাতে কৃঞ্চমন্দিরের মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতেই প্রদীপ কুমার মিত্র বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতমানা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
তবে আসামিদের পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে কে বা কারা এগুলো ভেঙেছে তা জানাতে পারেনি মন্দির কর্তৃপক্ষ। উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উতিপুরা এলাকার শ্রী প্রদীপ মিত্রের বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে রাতেই আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আফসারদ্দিন খান সহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দিরের কোষাধ্যক্ষ ডা. শ্রী সুমন কর জানিয়েছেন, ভেতরে ঢুকে কে বা কারা মূর্তিগুলো ভাংচুর করেছে তা কেউ দেখতে পায়নি। মন্দিরে ২টি রাঁধাকৃঞ্চ ও ২টি গোহনিতাই মূর্তি রাখা ছিল।
ওসি আক্তার হোসেন জানিয়েছেন, অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলা নং-২২(৪)১৯। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।