সোনারগাঁয়ে যুবদল নেতা করিম গ্রেপ্তার, মুক্তি চাইলেন মান্নান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা ও বারদী ইউনিয়ন বিএনপির সদস্য করিম রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ জুলাই শুক্রবার রাতে বারদী ইউনিয়নের সেনপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে নয়াপুর এলাকার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এদিকে বিএনপির এই কর্মীকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তিনি করিম রহমানের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সির ছেলে করিম রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ৭-৮টি রাজনৈতিক মামলা রয়েছে। সবগুলো মামলায় তিনি জামিনে রয়েছেন।

২২ জুলাই শনিবার ঢাকায় তারুণ্য সমাবেশে নেতাকর্মী নিয়ে অংশ নিতে প্রস্ততি নিচ্ছিলেন তিনি। শুক্রবার রাত ১২টার দিকে সোনারগাঁ থানা পুলিশ করিম রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে তার বাবা বাড়িতে ছিলেন না।

এদিকে সোনারগাঁ থানা পুলিশ শনিবার দুপুরে করিম রহমানকে পুরানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, যুবদল নেতাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।