সংবাদ বিজ্ঞপ্তি:
বিএনপির সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তার দুইপুত্র কাউন্সিলর জিএম সাদরিল, কাউসার আহমেদ রিফাত সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ৪২৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘হয়রানিমুলক’ মামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন অ্যাডভোকেট আবু রায়হান ও অ্যাডভোকেট আশরাফুল বারী ভূঁইয়া।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পক্ষ সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট আবু রায়হান ও সদস্য সচিব অ্যাডভোকেট আশরাফুল বারী ভূঁইয়া গণমাধ্যমে সংবাদ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা ষড়যন্ত্রমুলক ও হয়রানিমুলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যাডভোকেট আবু রায়হান ও অ্যাডভোকেট আশরাফুল বারী ভূঁইয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে বিএনপির এক দফা দাবি আন্দোলন থেকে নেতাকর্মীদেরকে রাজপথ থেকে সরানো যাবে না। ইনশাআল্লাহ রাজপথে সরকারের পতনের মধ্য দিয়ে এক দফা দাবি বাস্তবায়ন করেই রাজপথে বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।
উল্লেখ্য যে, শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড মহাসড়কে পুলিশের সঙ্গে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধানকে প্রধান আসামি করে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ৪২৩নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় আনোয়ার প্রধান ও সাগর প্রধানসহ ৭জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রবিবার (৩০ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক বাদী হয়ে এ মামলা করেন।
গ্ৰেফতারকৃত- আসামি হলেন- নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সদস্য মো. জসিম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা ২নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. ফারুক, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সদস্য ইউসুফ আলী, মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানা ছাত্রদলের সভাপতি মাহাদী ইসলাম বাবু, মুন্সীগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম ।
মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন- জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর জিএম সাদরিল, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, মহানগর জাসাসের সভাপতি জাহাঙ্গীর হোসেন স্বাধীন, বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুক, মোহাম্মদ আলী, মো. সুবেদ আলী, সোলাইমান পলাশ, আনোয়ার হোসেন সানি, জাকির হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, বিএনপি নেতা আতিক টেম্পু আতিক, আতিকুর রহমান প্রধান কামরুল হাসান সেন্টু , জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রিফাত। অজ্ঞাতনামা আসামি আরও ৪০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।