‘হাসনাত পরিবারের ঐতিহ্য ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী হাসনাত পরিবারের সদস্য মোশারফ হোসেন। ২৯ এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ শেষে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোশারফ হোসেন। তিনি আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের আপন চাচা। এই হাসনাত পরিবারের অন্যতম সদস্য আওয়ামীলীগের প্রয়াত নেতা আবুল হাসনাত যিনি কায়সার হাসনাতের পিতা ও মোশারফ হোসেনের ভাই।

দায়িত্ব গ্রহণ শেষে উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আওয়ামীলীগ পরিবারের (হাসনাত পরিবার) মান রক্ষা করেছেন। সাথে সোনারগাঁবাসী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের পরিবারের মান রেখেছেন। সেই সাথে আমাদের পরিবারের ঐতিহ্য ফিরিয়ে দিয়েছেন। সেজন্য আমি সোনারগাঁবাসীকে ধন্যবাদ জানাই।

এ ছাড়াও দায়িত্ব গ্রহণ শেষে ভাইস চেয়ারম্যান বাবু ওমর বলেন, সোনারগাঁবাসী যেভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের আশা পূরনে কাজ করবো। আমি সোনারগাঁয়ের প্রশাসনকে সাথে নিয়ে সোনারগাঁ থেকে মাদক সন্ত্রাস নির্মূলে একত্রে কাজ করবো।

এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি বলেন, সোনারগাঁবাসী আমাকে নির্বাচিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সোনারগাঁয়ে বাল্য বিবাহ ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখবো।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত তিন জনপ্রতিনিধি। ২৭ এপ্রিল শনিবার শপথ গ্রহণ করার পর ২৯ এপ্রিল সোমবার অনুষ্ঠানিকভাবে সোনারগাঁ উপজেলা পরিষদের দায়িত্ব বুঝে নেন সোনারগাঁ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান বাবু ওমর ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি। সোমবার সকালে নির্বাচিত জনপ্রতিনিধিরা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব বুঝে নেওয়ার আগে বিশাল গাড়ীর বহন নিয়ে উপজেলা পরিষদে প্রবেশ করেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সমর্থকরা। তিন জনপ্রতিনিধিদের নেতাকর্মী সমর্থকদের শ্লোগান দিয়ে মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদের মাঠ।