সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
সরকারের পদত্যাগের একদফা দাবিসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গণমিছিল সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ অপুর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে শ্লোগানে শ্লোগানে মিছিল নিয়ে যোগদান করেছেন।
শুক্রবার (১৮ আগস্ট) বেলা ৩টায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের মিছিল নিয়ে মহানগরীর খানপুর হাসপাতালের সামনে মহানগর বিএনপির মূল গণমিছিলে এসে অংশগ্রহণ করেন শেখ মোহাম্মদ অপু।
এসময় মহানগর যুবদলের নেতা-কর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে শ্লোগান দেন। এছাড়াও এ সময় একদফা এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি, মুক্তিমুক্তি মুক্তি চাই, গণতন্ত্রের মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই; সহ নানা শ্লোগানে যুবদলের নেতাকর্মীরা নগরীর রাজপথ উত্তাল করে তুলেন।
এ সময় শেখ মোহাম্মদ অপুর নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা মিজানুর রহমান, নুরুজ্জামান, সুমন আহমেদ, হালিম মিয়া, কাজী গোলাম কাদির, মোহাম্মদ জামান হোসেন, সাব্বির আহমেদ হৃদয়, নূর ইসলাম, মঞ্জুর আহমদ, রাহাত হোসেন, রবি, মিরাজ আহমেদ, অর্জূন, আজাদ, সবুজ, কায়সার, মনির হোসেন, বিল্লাল হোসেন, বিজয়, জয়, ইমন, আকাশ, সম্রাট সহ সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এরপর সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে নগরীতে গণমিছিল কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। এসময়ে মহানগর বিএনপির গণমিছিলে জনতার ঢল নামে।
গণমিছিলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন-ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দেন।
নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে এই গণমিছিল কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি। গণমিছিলটি খানপুর থেকে শুরু করে মেট্রো মোড় ঘুরে মিশনপাড়া দিয়ে চাষাড়া চত্বরে ঘুরে বিবি রোড় হয়ে গ্ৰীনেজ ব্যাংকের মোড় দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ।