সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ বলেছেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখে। আজও তার মুক্তির জন্য আমাদের কথা বলতে হয়, বিক্ষোভ সমাবেশ করতে হয়। সবকিছুর মূলে একটি অবৈধ রায়। আজ যদি দেশে আইনের শাসন থাকতো, জিয়াউর রহমান শাসন থাকতো এবং বেগম খালেদা জিয়ার শাসন থাকতো তাহলে এভাবে মায়ের বুক খালি হতো না। আমাদের অনেক নেতাকর্মীকে তো খুঁজেও পাওয়া যায়নি। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন ও গুম করেছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল মহানগরীর চাষাড়া মিশনপাড়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, আজকে দেশে একটি সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। দেশের মানুষের জান মালের নিরাপত্তা নাই, আইনের শাসন নাই। এমন কি মানুষের মৌলিক অধিকার কথা বলার স্বাধীনতাও নাই। আজ দেশ একটি অরাজকতা পরিস্থিতির মুখোমুখি। আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শপথ নিয়েছিলেন এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র কায়েম করবো কোন আপোষ করবো না। ১৯৯১ সালে এরশাদের পতন ঘটিয়ে বিএনপি সরকার গঠন করেছিল। তত্বাবধায়ক সরকারের অধীনে আমরা চারটি নির্বাচন করেছি।
তিনি বলেন, কিন্তু এই অবৈধ সরকার তত্ত্বাবধায় সরকারের বিল পাস করে ১৪ সাল ১৮ সালের মতন প্রহাসনের নির্বাচন করতে চায়। আর এসব কিছুর মূলে হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেইসব কারণেই একটি মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে কারাবন্দি রেখে তারা আবারো একটি প্রহাসনের নির্বাচন করতে চায়। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। ওরা তত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্রের ওপর আঘাত এনেছে।
তিনি বলেন, আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজ বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আজ তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি খালাস পেয়েছিলেন তাই সেই বিচারককে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। বিএনপি নেতা কর্মীরা আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং বিদেশে উন্নত চিকিৎসা করাবো ইনশাল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ, প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।