সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
জঙ্গী স্টাইলে ছবি প্রকাশের পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নেয়ামত উল্লাহ আব্বাসী। এই নেয়ামত উল্লাহ আব্বাসী জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ভাই। সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে ১ মে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন।
তিনি জানান, গত ২৬ এপ্রিল গভীর রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় এইচএন অ্যাপারেলস লিমিডেট নামক একটি প্রিন্ট ফ্যাক্টরীর ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাংচুর চালায়।
ওই প্রতিষ্ঠানের ইনচার্জ মহিউদ্দীন সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যা তদন্ত করে মামলা গ্রহণ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এই মামলায় এহাজারভুক্ত ১নং আসামী নেয়ামত উল্লাহ আব্বাসী।
ওই ঘটনার পরবর্তীতে নেয়ামত উল্লাহ আব্বাসীর ছবি সহ জৈনপুরী পীরের ভাইয়ের নেতৃত্বে তান্ডব, গার্মেন্টসে হামলা ও লুটপাট সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশিত হয়। যা পর্যালোচনা করে দেখা যায় নেয়ামত উল্লাহ আব্বাসীর হাতে একটি রিভলবার ও পাশে একটি এসএমজি হাতিয়ার সহ জঙ্গী সাদৃশ্য ছবি প্রকাশিত হয়েছে।
১ মে বুধবার রাত দেড়টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নেতৃত্বে এনায়েত উল্লাহ আব্বাসীকে গ্রেপ্তার করা হয়। তাকে জঙ্গী সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে এনায়েত উল্লাহ আব্বাসীকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।