সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আসন্ন শারদীয় দূর্গোৎসবের বিজয়া দশমীর বিসর্জন নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে সংশ্লিষ্ট সফল দফতর ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক শহিদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশিল দাস, সদস্য বিধু হালদারসহ বিআইডব্লিউটিএ’র ইঞ্জিনিয়ার কোরের সদস্য, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কোষ্ট গার্ড, আনসার ও ভিডিবির প্রতিনিধিগণ।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন শারদীয় দূর্গোৎসবের বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠভাবে আয়োজনের লক্ষ্যে জেটিঘাট মেরামতসহ প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহনের জন্যে বিআইডব্লিউটিএ’র দৃষ্টি আকর্ষণ করেন।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক শহিদুল্লাহ উপস্থিত সংশ্লিষ্ট সকলকে বিষয়গুলো অবহিত করেন এবং দ্রুত তা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। সভা শেষে সকলকে নিয়ে বিসর্জনের জেটিঘাট পরিদর্শন করেন তিনি এবং সকলকে শারদীয় দূর্গোৎসবের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান।