নারায়ণগঞ্জে আমাদের সাথে কারো দ্বন্ধ নেই: এসপি হারুন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, নারায়ণগঞ্জের আমাদের সাথে কারো কোন দ্বন্ধ নেই। তবে ভূমিদস্যু, চাঁদবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের মাধ্যমে পুলিশ অবস্থান নিয়েছে। আমাদের অভিযান খারাপ লোকজনের বিরুদ্ধে। যারা আমার ভাইয়ের পকেটে ইয়াবা ঢুকাতে চায়, যারা মানুষের জমি অবৈধভাবে দখল করতে চায়, মানুষের কাছ থেকে চাঁদা নিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। কেউ যানে অন্যায়ভাবে কাউকে হয়রানি না করতে পারে সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো।

‘মহান মে দিবস’ উদযাপন উপলক্ষে ১ মে বুধবার সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগী শ্রম দপ্তর নারায়ণগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে। মহান মে দিবসে এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি।’

পুলিশ সুপার আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব, ব্যবসাবান্ধব নেত্রী। শ্রমিকদের প্রয়োজন বর্তমান সরকার উপলদ্ধি করেছেন। বাংলাদেশে অনেক শিল্পকারখানা গড়ে উঠছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে, আপনাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার গ্রহণের সুযোগ করে দেয়া হয়েছে।

বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচলিক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন মো. খোরশেদুল হক ভূঁঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম রেজা, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম এবঙ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার প্রমূখ।