সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মহান মে দিবসে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের ৪ বারের প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের পক্ষে শহরে বর্ণাঢ্য র্যালী করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রমিক সংগঠন।
১ মে বুধবার দুপুর থেকেই শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে আজমেরী ওসমানের ছবি সম্বলিত লাল ফিতা কপালে বেঁধে ফ্যাস্টুন ব্যানারে সুসজ্জিত হয়ে ঢাঁক ঢোঁলের বাঁজনা বাঁজিয়ে শহরের বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি চাষাঢ়া চত্বর ঘুরে শহরের বঙ্গবন্ধু সড়কে ২নং রেলগেট হয়ে ডিআইটি হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, স্বাধীনতার ৪৭বছর পরও আমরা শ্রমিকেরা আজ শোষিত ও বঞ্চিত আমাদের ন্যায্য অধিকার হতো। আমরা আমদের ন্যায্য মজুরি পাই না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছিলেন। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মেহনতি সাধারণ শ্রমিকের ভাগ্যের উন্নয়ের লক্ষ্যে কাজ করে চলেছে।
বক্তারা আরও বলেন, ‘কিন্ত আমরা শ্রমিকেরা আজ নানানভাবে কিছু স্বার্থবাদী মহল মালিকদের কাছে জিম্মি। এসকল স্বার্থবাদী মালিকদের কারনে সাধারণ শ্রমিক তার ন্যায্য অধিকার হতে বঞ্চিত।
তারা আরোও বলেন, প্রয়াত এমপি নাসিম ওসমান ছিলেন মেহনতি মানুষের পরম বন্ধু। তিনি সব সময়ে মেহনতি মানুষের জন্য কাজ করেছিলেন। আজ তারই একমাত্র পুত্র আজমেরী ওসমান তার মতোই সাধারণ মানুষের কাজ করছে। তিনি মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবী সাধারণ শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছেন।
নারায়ণগঞ্জ ৭৪টি শ্রমিক সংগঠনের প্রধান সমন্বয়ক আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন- নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও কল্যাণ ফাউন্ডেশেনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, বিশিষ্টি শ্রমিক নেতা মোয়াজ্জেম হোসেন, আবু তাহের, লিয়াকত হোসেন, আবু জাফর আসলাম, নাজমা আহমেদ দিপু ও তোলসি ঘোষ প্রমূখ।