সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
পূর্বঘোষণা অনুযায়ী কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি। প্রথমে তিনি নেতাকর্মীদের নিয়ে সোনারগাঁও থেকে ঢাকায় বিএনপি জামাতের নাশকতা ঠেকাতে রাজধানীতে সমবেত হোন। একই সঙ্গে তিনি উপজেলা আওয়ামীলীগের সঙ্গেও শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশগ্রহণ করেন। রাজধানীর রাজপথে বসেই বিএনপি জামাতের নাশকতার বিরুদ্ধে নানা শ্লোগান দেন হাজী সোহাগ রনি। ওই সময় সমাবেশস্থলে তার শ্লোগানে নেতাকর্মীরা চাঙ্গা হয়ে ওঠেন।
অন্যদিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেরা আওয়ামীলীগ। আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মীরা যোগদান করেন এই সমাবেশে।
শনিবার দুপুর ১২টার দিকে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের হাজার হাজার নেতা-কর্মী এসে জড়ো হয়। এরপর দুপুর সোয়া ২টার দিকে দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে এসে সমাবেশে মিলিত হন তারা।
শোডাউনে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুল সহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটের সামনে এই সমাবেশ শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠান শুরুতে সংগীত পরিবেশন লোকসংগীত শিল্পী লিপি সরকার। এর আগে নির্ধারিত সময়ের আগে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড় হন ক্ষমতাসীন দলটির নেতা-কর্মীরা।