সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে আড়াইহাজারে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি পালনকালে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগা মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ বিএনপির ৬০জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ১০জনকে গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার (১ নভেম্বর) বিকেলে পুলিশ হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক মহসিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে জানান, বিএনপি নেতা রিজভীকে হুকুমের আসামি করে ৬০জনের নামে মামলা হয়েছে। এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাকিব হাসান, মোশাররফ হোসেন, আবু কালাম, শাহ জালাল, মোহন, সাব্বির আহমেদ, শান্ত, সায়েদ, তুষার ও নয়ন।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে তাকেসহ মোট ৬০ জনকে আসামি করা হয়।
মামলার বাকি আসামি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সজল, জাকারিয়া মোঃ সুমন মিয়া, জিকু, রাজীব, খোকন, মনির হোসেন, শামীম, মুক্তার, সোহেল, আবু তাহের, শামসুল , সজীব, রনি, নাইম কসাই, আরিফ, আকাশ মিয়া, মাজারুল, রবিউল, মোঃ সামসুল, আবু তাহের, ওয়াসিম মোল্লা, মহিবুল মোল্লা, নাসির হায়দার আলমাস, জাকির, মোঃ মজিদ ভূঁইয়া, খোরশেদ ভূঁইয়া, ইলিয়াস ভূইয়া, ইয়াকুব ভূইয়া, বাবুল ড্রাইভার, শাহজালাল, ফজলুল হক, জুয়েল, নাইম, রহিম বাদশা, ইউসুফ আলী ভূঁইয়া, জুয়েল আহমেদ জুয়েল, মতিউর রহমান মতি, রিপন মেম্বার, আতাউর রহমান মেম্বার, আঃ মান্নান, মাসুম শিকদার, তানভীর আহমেদ তপু, হোসেন মিয়া, মজিবুর রহমান।
এর আগে গত মঙ্গলবার আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখীতে বিএনপির অবরোধ কর্মসূচী পালন করতে গিয়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ বিএনপি অর্ধশতাধিক নেতাকর্মীরাও আহত হন।