সারাদেশ থেকে বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীর তৃণমূল বিএনপিতে যোগদান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন সারাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ অর্ধশত বিশিষ্ট ব্যক্তিগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশ থেকে আসা এসব ব্যক্তির যোগদান উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আসন্ন নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার আশা ব্যক্ত করেন দলটির নেতারা।

৮ নভেম্বর বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।

তৃণমূলে যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইনজীবী, সারাদেশ থেকে আসা বিভিন্ন দলের নেতাকর্মী।

সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী কারা হবেন—তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেন, ভবিষ্যতে তাকিয়ে দেখেন কী কী হয়, কারা কারা আসেন।

বেলা সাড়ে ১১টায় যোগদান অনুষ্ঠান শুরু হয়। দলে নতুন যোগ দেওয়া নেতা-কর্মীদের রজনীগন্ধা দিয়ে বরণ করে নেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

যোগ দিয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ ড. সিরাজুল ইসলাম, কর্নেল (অব.) সা‌ব্বির আহ‌মেদ (যশোর), অ্যাডভোকেট মাহাবুব হাসান তুষার (সাভার), শরিফুজ্জামান খান মোহাব্বত (টাঙ্গাইল-৫), শ‌হিদুল ইসলাম (টাঙ্গাইল-৪), বাংলা‌দেশ পল্লী উন্নয়ন পা‌র্টির মহাসচিব মো. মইন উদ্দিন, স্কুলশিক্ষক আবুল কালাম আজাদ সাইফুদ্দিন, সুমন মন্ডল (বগুড়া সদর), আবু রায়হান (বগুড়া-৬), সা‌জিদ খান (নারায়ণগঞ্জ), লস্কর হারুনুর র‌শিদ (এল‌ডি‌পি থে‌কে যোগ দেন), শাহাদাত চৌধুরী (চট্টগ্রাম), সাবেক ছাত্রলীগ নেতা স‌ন্তোষ শর্মা (চট্টগ্রাম-৮), দ‌লিল উদ্দিন (পটুয়াখালী), সৈয়দ আহ‌মদ ( নোয়াখালী ১), মো. শাহ আলম (কক্সবাজার), খায়েজ আহ‌মেদ ভূইয়া (ফেনী-৩), চার্লস বৌদ্ধ (গোপালগঞ্জ), অপু বৌদ্ধ (ঢাকা ১৭), জাতীয় পার্টির সা‌বেক নেত্রী ডা. আইভি সরকার, মোহাম্মদ আলী (নেত্রকোনা), মু‌জিবুর রহমান খান (নেত্রকোনা ৫), হা‌ফিজুল ইসলাম (খুলনা ৬),
আবুল বাশার চৌধুরী (বা‌ঘেরহাট-৪), ইঞ্জি‌নিয়ার শেখ শাহীন রহমান (মানিকগঞ্জ-১), এনা‌য়েতুল ইসলাম (পটুয়াখালী ৩), মোহাম্মদ মোশাররফ (জয়পুরহাট), আব্দুল মোতালেব (নওগাঁ), নাবির উদ্দিন খান (খুলনা), মাসুম রেজা (জয়পুরহাট), নাজমুল শিকদার (নরসিংদী), শাহাদাত হোসেন মাসুদ (নরসিংদী), শওকত তালুকদার (নেত্রকোনা), শহিদুল ইসলাম, শওকত।

আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর আমাদের জাতীয় কাউন্সিল হয়, আজ ৮ নভেম্বর অসংখ্য নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। এটি প্রমাণ করে বাংলার মানুষ নতুন ধরনের রাজনীতি দেখতে চায়।

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি আপনাদের কমিটমেন্ট করতে চাই যে, দলের প্রত্যেক সদস্য হবে এই দলের নেতা এবং তৃণমূল বিএনপির কাছে আসতে হবে না। তৃণমূল বিএনপি যাবে তৃণমূলের কাছে। দলীয় কমিটিসহ সবকিছু কেন্দ্রভিত্তিক হবে না।