মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি তৈমুর আলম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন ভিআইপি লাউঞ্জে, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর উদ্যোগে মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তৃণমূল বিএনপি’র মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন মেহনতি মানুষের নেতা। তিনি সকল সময় শাসক ও শোষকের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি শোষিত মানুষের পক্ষে ছিলেন।

প্রধান আলোচকের বক্তব্যে ডেমোক্রেটিক পার্টি ও ১০ দলীয় গণতান্ত্রিক জোট বাংলাদেশ এর চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ বলেন, মওলানা ভাসানী আমাদের গণতন্ত্রের জন্য আদর্শ। তিনি সব সময় মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বপক্ষে ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল বলেন, মওলানা ভাসানী ছিলেন রাজনৈতিক পুজনীয়।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)’র সভাপতি স্বপন কুমার সাহা বলেন, আমরা এই প্রজন্মকে মওলানা ভাসানীর সঠিক রাজনৈতিক আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রবীণ রাজনীতিবিদদের নৈতিক দায়িত্ব।