সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র সংগ্রহকারী অ্যাডভোকেট আলী হোসেনকে বিএনপি থেকে বহিষ্কারের খবরের বিষয়টি হাস্যকর ও বিভ্রান্তিমুলক দাবি করেছেন তিনি। কারন অ্যাডভোকেট আলী হোসেন এক সপ্তাহ পূর্বেই বিএনপি থেকে অব্যাহতি নিয়েছেন।
২১ নভেম্বর মঙ্গলবার একটি গণমাধ্যমে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার স্বাক্ষরিত বিএনপির দলীয় প্যাডে দাবি করা হয় এনায়েতনগর ইউনিয়ন বিএনপি সহ ওয়ার্ড ও বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে অ্যাডভোকেট আলী হোসেন বলেন, আমি এক সপ্তাহ আগেই বিএনপির সকল পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি। সুতরাং আমাকে বহিষ্কারের কোনো প্রশ্নই ওঠেনা। এমন বহিষ্কারের দাবি হাস্যকর ও বিভ্রান্তিমুলক। চিঠির মাধ্যমে তাদের কাছে অব্যাহতিপত্র পাঠিয়েছি। এখন তাদের অফিস বন্ধ, তাদেরকে খুঁজে পাওয়াই যাচ্ছেনা। সুতরাং আমাকে বহিষ্কারের দাবি করা নিছক হিংসাত্মক এবং প্রতিহিংসাপরায়ন।
তিনি আরো বলেন, আমি আরো দুইদিন আগে তৃণমূল বিএনপি থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আমাকে বহিষ্কারের দাবি করে গণমাধ্যমে বিবৃতি দিয়ে থানা বিএনপির সাধারণ সম্পাদক নিজেই রাজনৈতিক শিষ্টাচারী বহির্ভুত কাজ করেছেন বলে মনে করি।