প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়া ও অ্যাডভোকেট আলী হোসাইনকে বহিস্কারের খবরের বিষয়ে তারা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে আমাদের কোনো পদই ছিলো না, সেখানে বহিস্কারের কোনো প্রশ্নই ওঠেনা। কমিটির দুই বছরের মেয়াদ শেষ অনেক আগেই। ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতেও আমাদের কোনো পদ ছিলো না।
তারা আরো বলেন, আমরা যখন তৃণমুল বিএনপি থেকে নির্বাচনে অংশ নিচ্ছি ঠিক তখনি প্রতিহিংসাপরায়ন হয়ে আমাদের হেয়প্রতিপন্ন করতে মেয়াদৌত্তীর্ণ অবৈধ কমিটির আমাদের ভুয়া পদবী বসিয়ে এমন বিবৃতি দেয়া হয়েছে। সেই বিবৃতি ফেসবুকে প্রচার করে আমাদের মানহানী করা হচ্ছে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে তৃণমুল বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়া এবং নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে তৃণমুল বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট আলী হোসাইন। তারা দুজনই ২২ নভেম্বর বুধবার তাদের মনোনয়নপত্রটি তৃণমুল বিএনপিতে জমা দিয়েছেন।
অন্যদিকে একইদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়া ও অ্যাডভোকেট আলী হোসাইনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশপত্র পাঠিয়েছে। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ স্বাক্ষরিকত সুপারিশপত্রে দাবি করা হয় অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়া জেলা আইনজীবী ফোরামের ২২নং উপদেষ্টা ও অ্যাডভোকেট আলী হোসাইন আইনজীবী ফোরামের সাধারণ সদস্য।
এর কিছুক্ষন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় উপরোক্ত দুই নেতাকে আইনজীবী ফোরামের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।