সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার গোগনগর ইউনিয়নের দূর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী দৌলত মেম্বারকে পুলিশ ব্লক রেইড দিয়ে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুুলিশ। ২ মে বৃহস্পতিবার রাত দেড়টায় গোগনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের নেতৃত্বে গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় ব্লকরেইড দিয়ে সন্ত্রাসী দৌলত মেম্বারকে গ্রেপ্তার করা হয়। ওই সময় দৌলত মেম্বারের দুই ছেলে সন্ত্রাসী সম্রাট ও ফয়সাল পালিয়ে যায়।
ওসি কামরুল ইসলাম আরও জানান, দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তার ছেলে সম্রাট ও ফয়সাল দুজনেই সন্ত্রাসী। ইতিপূর্বে তাদেরকে পুলিশ অনেকবার গ্রেপ্তার করেছিল। করিম নামে এক ব্যক্তিকে হত্যা করে তার বাড়িতে লুকিয়ে রেখেছিল সে। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। সাবেক মেম্বার দৌলতের বিরুদ্ধে থানায় একটি হত্যা, ৩টি চাঁদাবাজি, ২টি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।