নারায়ণগঞ্জ-৫ আসন: সেলিম ওসমানের প্রতিদ্বন্ধি দুই আইনজীবী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে লড়াই করবেন এ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। গত ৪ ডিসেম্বর এ আসন থেকে আরো ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন।

এ আসনে জাতীয় পার্টির একেএম সেলিম ওসমান ছাড়াও তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী ভুঁইয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট এএমএম একরামুল হক, জাকের পার্টির প্রার্থী মোর্শেদ হাসান ও বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী ছামছুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী দেয়নি সরকারি দল। স্বতন্ত্র কোনো প্রার্থীও নেই। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

এদিকে জানাগেছে, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়া নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ শহর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ বিএনপির বিভিন্ন রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন। বিএনপির প্যানেল থেকে নির্বাচিত জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকও তিনি।

অন্যদিকে আওয়ামীলীগের প্যানেল থেকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট এএমএম একরামুল হক। আদালতপাড়ায় তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। সেলিম ওসমানের আসনে দুই আইনজীবী প্রার্থী হওয়ায় ব্যাপক আলোচনায় রয়েছেন প্রার্থীরা।