সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নির্বাচনী আচরণে বিধি নিষেধ থাকায় নৌকার পক্ষে প্রকাশ্যে ভোট চাইতে না পারলেও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে গুছিয়ে নিতে পুরোদস্তর কাজ করছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি। নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মনোনিত হয়েছেন আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ, মনোনীত হওয়ার পর মনোনয়ন ফরম সংগ্রহ এবং নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানকালে এবং মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে হাজী সোহাগ রনির সরব উপস্থিতি ও শক্ত অবস্থান ছিলো চোখে পড়ার মতই।
এদিকে এ ছাড়াও জানাগেছে, নির্বাচনী আচরণবিধি মেনেই সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিন সোহাগ রনি। প্রতিটা এলাকার তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন সোহাগ রনি। কায়সার হাসনাতের দিকনির্দেশনা মেনে পুরোদস্তর নির্বাচনী আমেজ তুলে আনতে সোহাগ রনি কাজ করে চলেছেন। নির্বাচনের বিষয়ে হাজী সোহাগ রনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, কোনো ধরণের অপপ্রচার ও গুজবে কান দিবে না। এখানে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন, নৌকা আছে এবং নৌকা থাকবে, নৌকা বিজয় নিয়েই জননেত্রী শেখ হাসিনাকে আমাদের নেতা কায়সার হাসনাত উপহার দিবেন।
নির্বাচন কমিশন সূত্রে মনোনয়ন বৈধতা পাওয়া, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মনোনিত হয়েছেন এ আসনের দুইবারের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফান হোসেন দ্বীপ, স্বতন্ত্র প্রার্থী কায়সার হাসনাতের সহধর্মিনী রুবিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভুঁইয়ার ছেলে উপজেলা আওয়ামীলীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এ ছাড়াও এখানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনিত প্রার্থী মজিবুর রহমান মানিক, মুক্তিজোটের প্রার্থী আরিফ, বিএসপির প্রার্থী আসলাম হোসাইন, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী নারায়ণ দাস ও বিএনএমের প্রার্থী এবিএম ওয়ালিউর রহমান খান মনোনয়নপত্র জাম দিয়েছেন, যাদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।