সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি।
নির্বাচিত হয়ে তিনি নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত হোন।
এদিকে ৯ ডিসেম্বর শনিবার এলিট শ্রেণীর ক্লাব খ্যাত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার দিনভর ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় একাধিকবারের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু পঞ্চম বারের মত সভাপতি নির্বাচিত হোন।
শনিবার ভোট গননা শেষে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল হক। নির্বাচনে ২০৩৬ জন ভোটারের মধ্যে ১৪০৮ জন ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে প্রার্থীদের উৎসাহের পাশাপাশি ক্লাব সদস্যদের মধ্যে প্রচুর উৎসাহ ছিল। এবারের নির্বাচন অনেকটাই প্রতিদ্বন্ধিতাপূর্ন হয়েছে।
নির্বাচনে সিনিয়ন সহ-সভাপতি পদে বিপ্লব সাহা রামু ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মারুফ আহমেদ পেয়েছেন ৬১২ ভোট। সহ-সভাপতি পদে এস এম রানা ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি সাইফুল্লাহ হৃদয় পেয়েছেন ৬০৭ ভোট।
পরিচালক পদে ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা ১৩৪৫ ভোট, ইফতেখারুল আহাম্মদ পলক ১৩৩৫ ভোট, দুলাল মল্লিক ১৩১৮ ভোট, সেলিম রেজা সিরাজী ১৩০২ ভোট, সাইফুর রহমান ১২৮৮ ভোট, তাইজুদ্দিন আহাম্মদ ১২৩৯ ভোট, মনিরুল হাসান ১২৩৬ ভোট ও হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি ১২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে দিলারা মাসুদ ময়না ৭০২ পেয়েছেন। নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাব সদস্যদের মধ্যে নির্বাচন উপলক্ষে উৎসাহ উদ্দীপনা ছিল।