সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী ৭ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে প্রতিদ্বন্ধিতা করবেন তৃণমুল বিএনপির ৪জন প্রার্থী। সোনালী আঁশ প্রতীকে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে তৃণমুল বিএনপি। যাদের মধ্যে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনটিতে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে এগিয়ে রয়েছেন তৃণমুল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এ আসনে বর্তমান সরকারি দলের মন্ত্রীর চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন তৈমূর আলম। বাকি তিনটি আসনেই ব্যাপক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তৃণমুল বিএনপির ৩জন প্রার্থী।
জানাগেছে, নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে আবারো আওয়ামীলীগের নৌকার প্রতীকে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি, পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। এখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শাহজাহান ভুঁইয়া। এ আসনে হেভিওয়েটের প্রার্থীর তালিকায় জনপ্রিয়তায় এগিয়ে আছেন তৃণমুল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। রূপগঞ্জের মানুষ মন্ত্রী গাজী ও তার লোকজনের প্রতি চরম ক্ষুব্দ। ভোটারদের দাবি- নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে সোনালী আঁশ প্রতীকেই দিবে জনগণ ভোট। এ আসনে তৃণমুল বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি।
নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে তিনবারের এমপি নজরুল ইসলাম বাবু এবারো নৌকা প্রতীকে মনোনিত হয়েছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক। হেভিওয়েট এই এমপির সঙ্গে প্রতিদ্বন্ধিতার জন্য তৃণমুল বিএনপি থেকে প্রার্থী দেয়া হয়েছে। এ আসনে তৃনমুল বিএনপির প্রার্থী রয়েছেন আবু হানিফ হৃদয়।
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে তৃণমুল বিএনপি প্রার্থী না দিলেও নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন এবং নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে প্রার্থী দিয়েছে তৃণমুল বিএনপি। দুটি আসনেই দুজন আইনজীবী নেতাকে সোনালী প্রতীকে মনোনিত করেছে তৃণমুল বিএনপি।
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনিত হয়েছেন দেশের আলোচিত আওয়ামীলীগ নেতা এমপি একেএম শামীম ওসমান। এখানে তার সঙ্গে ভোটের মাঠে লড়াই করবেন তৃনমুল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আলী হোসেন। তিনি পুরোদমে নির্বাচনী মাঠে ভোটের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে লড়াই করবেন এ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এখানে আওয়ামীলীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী দেয়া হয়নি। ফলে তৃণমুল বিএনপির প্রার্থীর সঙ্গেই জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী একেএম সেলিম ওসমানের লড়াই হবে। এখানে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়াকে তৃণমুল বিএনপি মনোনিত করেছে। তিনিও পুরোদমে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।