সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালীতে শোডাউন করেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীরা এই শোডাউনে অংশগ্রহণ করেন।
১৬ ডিসেম্বর শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিজয় র্যালী শুরু হয়। যা শেষ হয় শান্তিনগর মোড়ে গিয়ে। বিজয় র্যালীতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ঢাকা ও আশপাশের জেলা, উপজেলার ব্যানারে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
সকাল থেকেই নয়াপল্টনে সোনারগাঁও উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এসে জড়ো হন। তারা পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসেন।
দলীয় কার্যালয়ের সামনে একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে।
সমাবেশে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, সরকার জাল নির্বাচনের দিকে এগোচ্ছে।
বিএনপির এই র্যালিকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ৪৯ দিন পর রাজপথে শোভাযাত্রার এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনা ছিলো বিএনপির শীর্ষ নেতাদের। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরাও এতে যোগ দেয় এই র্যালীতে।