সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন এলাকার নির্বাচনী মাঠে সোনালী আঁশ প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলী হোসাইন। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন সকাল সন্ধা তার সংসদীয় এলাকার বিভিন্ন জায়গায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
এ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনিও প্রতিদিন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৃণমুল বিএনপির প্রার্থীকে হালকাভাবে নিচ্ছেনা শামীম ওসমান। কারন নীরব ভোট সংগ্রহে ব্যস্ত আলী হোসাইন।
২০ ডিসেম্বর বুধবার সকাল থেকে ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকা থেকে নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ শুরু করেন আলী হোসাইন। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে লিফলেট বিতরণ করেন। পঞ্চবটি ছাড়াও দিনভর তিনি চাষাড়া, চাষাঢ়া রেললাইন, চাঁনমারী এলাকা, নতুন কোর্ট এলাকা, শিবু মার্কেট, জালকুড়ি, দেলপাড়া, দেলপাড়া বাজার, পাগলা, পাগলা বাজার, ফতুল্লা বাজার, আলীগঞ্জ বাজার, আলীগঞ্জ মাঠ এলাকা সহ বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করেন তিনি।
প্রচারণার বিষয়ে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আলী হোসাইন গণমাধ্যমকে বলেন, প্রচারণায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশা করি মানুষজন আমাকে ভোট দিয়ে জয়ী করবে। জণগণের ভোটে আমি জয়ী হবো। মানুষ পরিবর্তন চায়।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন, আব্দুল হাদি, আওলাদ হোসেন, গোলাম হোসেন, আব্দুল লতিফ, মিলন মিয়া, আলাউদ্দিন, ইমান আলী, আসিফ, দেলোয়ার হোসেন, রুবেল, শাহজাহান মিয়া, বাশার, দিপক ও বিল্লাল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।