সোনারগাঁয়ে নৌকার প্রচারণায় আচরণবিধি লংঘণ, মোবাইল কোর্টে জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের পক্ষে আচরণবিধি লংঘণ করে প্রচারণা চালেনোর দায়ে জরিমানা করেছে মোবাইল কোর্ট। ২৮ ডিসেম্বর আচরণবিধি লংঘণ করে ভুড়িভোজের আয়োজন করায় আয়োজনকারী হারুন অর রশীদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকার জামানের বাড়িতে নৌকা সমর্থিত নেতাকর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করায় ওই বাড়ির বাসিন্দা ও অনুষ্ঠানের আয়োজক ব্যবসায়ী বৈদ্যেরবাজার পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (মধু ঠাকুরের বাড়ি) সভাপতি হারুনুর রশীদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকের এক সমর্থককে জরিমানা করা হয়েছে। যারাই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।