সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে জমে ওঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা ও রাজনৈতিক খেলা। যেখানে আওয়ামীলীগের নৌকার প্রার্থীর বিপরীতে রয়েছেন শক্তিশলী স্বতন্ত্র প্রার্থী। আওয়ামীলীগের ভোট নিয়ে যখন ভাগাভাগি চলছে তখন সাধারণ মানুষের মাঝে পৌছে গেছেন তৃণমুল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। বিএনপির যেসব পরিবারগুলো ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন তাদের ভোট তৈমূর আলমের সোনালী আঁশ প্রতীকের বাক্সেই পড়বে এবং আওয়ামীলীগের দুই প্রার্থীর লড়াইয়ের মাঝে ভোটের লড়াইয়ে জয়ের দ্বারপ্রান্তে তৈমূর আলমের সোনালী আঁশ।
জানাগেছে, এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী, তৃণমুল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, জাতীয় পার্টির সাইফুল ইসলাম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের একেএম শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা, হাবিবুর রহমান, জোবায়ের আলম, জয়নাল আবেদীন চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচনে গোলাম দস্তগীর গাজী নানা শঙ্কার কারনে তার ছেলে গাজী গোলাম মর্তুজাকে ভোটের মাঠে রেখে দেয়। তবে শেষতক গাজীর নৌকা প্রতীক বহাল রাখা হলেও তার ছেলে মাঠ নির্বাচন ছাড়েনি। তবে গাজী গোলাম মর্তুজা ভোটের মাঠ ছেড়ে এখন পিতার পক্ষে নির্বাচনী কাজে সময় পার করছেন। দুই পিতা-পুত্র মিলে এখন তৈমূর আলমের জয় ঠেকানোর চেষ্টা করছেন। এরি মাঝে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুইয়ার মুল টার্গেট গাজীকে পরাজিত করানো। সেই কাজটি শাহজাহান ভুঁইয়া ঠিকই করে যাচ্ছেন। স্থানীয়দের অনেকে মনে করছেন- মুল লড়াইটা হতে পারে তৈমূর আলম খন্দকারের সোনালী আঁশ প্রতীকের সঙ্গে শাহজাহান ভুঁইয়ার কেটলির মাঝে। এ ছাড়া অন্যান্য প্রার্থীদের তেমন একটা লড়াই দেখছেনা স্থানীয়রা।