প্রেস বিজ্ঞপ্তি
১১ জানুয়ারি বৃহস্পতিবার আনন্দধামের উদ্যোগে আনন্দধামের প্রয়াত উপদেষ্টা সৈয়দ লুৎফর রহমান সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিলো কোরান খানি, মরহুমের কবর জিয়ারত , সন্ধ্যায় আলোচনা সভা, মরহুমের জীবনের উপর আলোচনা ও মিলাদ মাহফিল।
আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, সাংগঠনিক পরিচালক আবদুল কাইয়ুম আল আমিন, পরিচালক ফরিদউদ্দিন রিপন, মো: রায়হান, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় গলাচিপা টাইলস গার্ডেনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আনন্দধামের চেয়ারম্যান তানভীর হায়দার খান ভার্চুয়ালি উপস্থিত হন। উপস্থিত আলোচকবৃন্দ মরহুমের জীবনের উপর আলোচনা করতে গিয়ে বলেন, উনি ছিলেন একজন নি:স্বার্থ দেশপ্রেমিক। বিশেষ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ার মানসে আমৃত্যু বঙ্গবন্ধুক কন্যা শেখ হাসিনার সাথেই ছিলেন। সভাপতির বক্তব্যে হাসিনা রহমান সিমু বলেন, আনন্দধামের প্রয়াত উপদেষ্টা লুৎফর রহমান ছিলেন বঙ্গবন্ধু প্রেমী মহান মুক্তিযোদ্ধা।
এখানে উল্লেখ্য যে গত বৎসর ১০ই জানুয়ারী বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নাসিক ১৩নং ওয়ার্ডের সভাপতি ও আনন্দধামের উপদেষ্টা সৈয়দ লুৎফর রহমান শহরের আল্লামা ইকবাল রোডের নিজ বাসভবনে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইহলোক ত্যাগ করেন। গতকাল ছিলো মরহুমের প্রথম মৃত্যু বার্ষিকী।