সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৩০ জানুয়ারি। এই নির্বাচন বর্জনের ঘোষণা করেছে বিএনপি। তৃণমুল বিএনপিও এখানে কোনো প্রার্থী দেয়নি। ফলে বিনা বাধায় জিতে যাচ্ছে আওয়ামীলীগ। যদিও আওয়ামীলীগের পূর্ণ প্যানেলের মধ্যে একজনকে ভোটের সম্মুখীন হতে পারে যদি প্রত্যাহার না করেন সেই একজন প্রার্থী। তবে সব মিলিয়ে সহজ জয় নিয়ে যাচ্ছে আওয়ামীলীগ।
জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়াকে সভাপতি ও বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আমীন রনিকে সাধারণ সম্পাদক প্রার্থী করে ১৭ জনের একটি প্যানেল দিয়েছে আওয়ামীলীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো ১৭ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ দিন শেষ সময়ে এসে এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। এর আগে বিএনপি নির্বাচনের জন্য বেশকটি দাবি জানিয়েছিলো। সেই দাবিগুলো না মানায় তারা ভোট বর্জন করে আদালতপাড়ায় বিক্ষোভ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে বর্জনের ঘোষণা দেন।