সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
২২ জানুয়ারী সোমবার আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান ও হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমু ও ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তির নেতৃত্বে একটি প্রতিনিধি দল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সিনিয়র মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বর্ষীয়ান এই রাজনীতিবিদকে আনন্দধামের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ঢাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে আনন্দধাম নেতৃবৃন্দ এই প্রবীন রাজনীতিবিদকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশ মাতৃকার মুক্তি সংগ্রামে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং স্বাধীনতা উত্তর এই দীর্ঘ সময়ে আপনি যেভাবে দেশের জন্যে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন তা নতুন প্রজন্মকে দেশ মাতৃকার সেবায় পথ প্রদর্শন করবে বলেই আমরা বিশ্বাস করি।
মন্ত্রী এসময়ে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের ব্যাপারে জানতে চান ও হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের জন্য শুভ কামনা করেন। সম্মানিত মন্ত্রীকে আনন্দধামের কার্যক্রম সম্পর্কে অবিহিত করা হয়। মোজাম্মেল হক সুবিধাজনক কোন সময় আনন্দধাম ও হাসিনা অটিজম চাইল্ড কেয়ার পরিদর্শনের অভিপ্রায় ব্যক্ত করেন।