সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নতুন কারিকুলামে অসংগতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শিবু মার্কেট জেলা কার্যালয় সংলগ্ন উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
বক্তারা অবিলম্বে শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহালের দাবি জানিয়ে বলেন, নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্য পুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকতীয় বাজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন করতে হবে। তা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তারা।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আমান উল্লাহ আমান, ওলামা কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মুফতি মাহাদী বিন ইব্রাহীম, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান মাজেদী, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা রহমাতুল্লাহ, যুব আন্দোলন রামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হাসান , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি আশরাফ আলী, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাফেজ জামাল উদ্দিন প্রমুখ।