সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী ১১ মে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নামতে শুরু করেছেন। নির্বাচন নাগাদ তিনটি পদে প্রার্থীর সংখ্যা ডজন খানিক ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ইতিমধ্যে ডজন খানিক প্রার্থী নির্বাচনী মাঠেই রয়েছেন। যেখানে চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণায় রয়েছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চেীধুরী ও সাংস্কৃতিক জোটের নেতা আজিজুল হক মুকুল। এই দুই প্রার্থীকে নিয়মিত নির্বাচনী প্রচারণায় নামতে দেখা যাচ্ছে। স্থানীয় এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সমর্থন পেতেও জোর চেষ্টা করছেন। যদিও এদের মধ্যে মুকুল মুলত উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের অনুগামী হিসেবে পরিচিত। অন্যদিকে মাসুম চৌধুরী এমপি কায়সার হাসনাতের অনুগামী হিসেবে পরিচিত। কালাম এবার নিজেই চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন।
অন্যদিকে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন বেশকজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরাও। যাদের মধ্যে এবার বেশ আলোচনার প্রথম সারিতেই আছেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট নূর জাহান। তিনি ভোটের মাঠে প্রচারণায় রয়েছেন। আওয়ামীলীগের সমর্থনও পেতে পারেন তিনি।
এ ছাড়াও ভোটের মাঠে আলোচনায় আছেন পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম রুমা, আওয়ামীলীগ নেত্রী ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী। এদের মধ্যে শ্যামলী চৌধুরী ভোটের মাঠে নেমে পড়েছেন ইতিমধ্যে। বাকিরা আলোচনায় থাকলেও প্রচারনায় এখনো পুরোদমে নামেননি। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কারা পাচ্ছেন কায়সার হাসনাতে সমর্থন সেটা দেখার অপেক্ষায়। যদিও কেউ কেউ বলছেন- উপজেলা আওয়ামীলীগ কিংবা এমপি সরাসরি কাউকে সমর্থন ঘোষণা করবেন না।