সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আজিজুল বাবু ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে———–রাজিউন)।’ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
৩ মে শুক্রবার দিবাগত রাত পৌণে ১১টায় নারায়ণগঞ্জ সাইনবোর্ডের প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলে সহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা আজিজুল বাবু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
শনিবার বাদ জোহর সোনাকান্দা কিল্লা জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আজিজুল বাবুকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মরহুমের জানাযায় অংশ নেন- বন্দর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়পার্টির আহ্বায়ক ছানাউল্লাহ সান, বন্দর উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২১নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার জব্বর সরদার, আবদুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার, জালাল উদ্দিন জালু, নুর হোসেন, জাতীয় ফুটবলার আমান মিয়া ও জাতীয় পার্টির নেতা মোহাম্মদ শহিদ প্রমূখ।