সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগরীর ১৫নং ওয়ার্ডে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল করেছে আনন্দধাম। ১৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে আনন্দধামের ১৫নং ওয়ার্ডের উদ্যোগে ‘সামাজিক অবক্ষয় রোধে মাহে রমজানের ভুমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় র্যালী বাগানের একটি স্কুলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ১৫নং ওয়ার্ডের সভাপতি রাইহান আহমেদ ভুইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ ধাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংগঠন এর মহাসচিব বিশ্বজিৎ সাহা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বাবু শ্যামল দত্ত, শাহরিয়ার মোহাম্মদ মারুফ, যুগ্ম মহাসচিব বিপ্লব ঘোষ মনা, কেন্দ্রীয় পরিচালক মোঃ আনোয়ার হোসেন ভূইয়া, মো: রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও আনন্দধাম নারায়ণগঞ্জ সিটির মহাপরিচালক মতিউর রহমান মুক্তি। বক্তারা সওম সাধনার মাধ্যমে অর্জিত সংযমতার প্রয়োগে কিভাবে সামাজিক অবক্ষয় রোধে কাজ করা যায়, সেই দিকে আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাসিনা রহমান সিমু বলেন, পবিত্র রমজানের সংযম সাধনা আমাদের সারা বৎসরে সুশৃঙ্খল জীবন যাপনে সহায়ক ভূমিকা পালন করে। আর রমজান উপলক্ষে মহাসমারোহে ইফতারের আয়োজন বাঙ্গালী জাতির ঐতিহ্য। এটাকে আমাদের ধরে রাখতে হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।