সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তৃণমুল বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে তাক্ লাগিয়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপি। এই কমিটি গঠনের মাধ্যমে নারায়ণগঞ্জে তৃণমুল বিএনপির শক্তির জানানিও দিয়েছেন তৃণমুল বিএনপির মহাসচিব ড. তৈমূর আলম খন্দকার। অচিরেই নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানা/উপজেলা, পৌরসভা/ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করা হবে। সেই প্রক্রিয়া চলমান। যদিও এর আগেই মুড়াপাড়া ইউনিয়নেও ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করতে সক্ষম হয়েছে তৃণমুল বিএনপি।
এর আগে গত ২৯ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তৃণমুল বিএনপির কমিটি ঘোষণা করেন তৈমূর আলম খন্দকার। সেই থেকেই নারায়ণগঞ্জে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে তৃণমুল বিএনপি। কোনো রক্তচক্ষু হুমকি ধমকি ভয়ভীতি কারো প্রলোভনেও তৃণমুল বিএনপির নেতাকর্মীরা পিছু হটছে না। তারা তৈমূর আলম খন্দকারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ২৩ মার্চ শনিবার সকাল ১১টায় সেই লক্ষ্যেই রূপগঞ্জ উপজেলা ও তারাবো পৌরসভার নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করেছে জেলা তৃণমুল বিএনপি।
এদিকে গত ১৭ মার্চ আমির হোসেনকে সভাপতি ও বুলু আহমেদ ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে রূপগঞ্জ উপজেলায় ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপি। এই কমিটির অনুমোদন করেছেন জেলা তৃণমুল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বার ও সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন।
কমিটিতে সহ-সভাপতি পদে লিটন মিয়া,হামিদুল ইসলাম বিপ্লব, আব্দুর রহমান মিয়া, সজীব মিয়া, তাইজুল ইসলাম লিটন, সোহরাবুল ইসলাম শ্যামল, সেলিম মোল্লা, আবু বক্কর সিদ্দিক, ইকবাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাবুল মিয়া, আব্দুর রব, হালিম মোল্লা, জাহিদুল ইসলাম, ফাইজুল ইসলাম, শাহআলম, নেছার আলী, ওমর মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দীন খান, রেজাউল মিয়া, আসাদুল্লাহ, ইমান আলী, ইজ্জত আলী, রিপন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা বেগম, হাসি বেগম, সমতা বেগম, পারভীন আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোগল মিয়া, মোস্তফা মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আফতাব উদ্দীন, প্রচার সম্পাদক মোহসীন মিয়া, ক্রীড়া সম্পাদক শুক্কুর আলী, দপ্তর সম্পাদক বাদল সরকার, বানিজ্য সম্পাদক শামসু মিয়া, শিল্প বিষয়ক সম্পাদক কাশেমকে নির্বাচিত করা হয়।
এ ছাড়াও সদস্য পদে আব্দুল হাই তালুকদার, নকিব হোসেন, লতিফ মিয়া, মোহসীন মিয়া, কালাম, নবী হোসেন, সোহাগ, রানা, আতাউর রহমান, আশরাফুল, রাকিব হোসেন, শাহজাহান, মমিন আলী, গোলজার হোসেন, মানিক মিয়া, তারিকুল, আতাবুদ্দি, শুভু মিয়া, মফিজুল ইসলাম, আসাদ আলী, সাদেক খান, মামুন, রুহুল আমিন, নুরুল আমিন, মোতালেব মিয়া, শাহিন, নাসির খান, খোকন মিয়া, মাসুদ, নুরুল হক নুরা, ডাক্তার আনোয়ার, শাহজাহান ভুঁইয়া, আবির হোসেন রানাকে নির্বাচিত করা হয়।
কমিটি গঠনের বিষয়ে জেলা তৃণমুল বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন গণমাধ্যমকে বলেন, তৃণমুল বিএনপির মহাসচিব মজলুম জননেতা ড. তৈমূর আলম খন্দকারের হাতকে শক্তিশালী করতে এবং নারায়ণগঞ্জে তৃণমুল বিএনপিকে আরো গতিশীল করার লক্ষ্যে তার সার্বিক সহযোগীতা ও দিকনির্দেশনায় আমরা রূপগঞ্জ উপজেলা শাখায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছি। এর আগেও আমরা মুড়াপাড়া ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। পর্যায়ক্রমে জেলা তৃণমুল বিএনপির প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটি গঠন করবো।