সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার মেয়র মোঃ সুন্দর আলীর উদ্যোগে ২৩ মার্চ শনিবার থেকে পৌর কার্যালয়ে ন্যায্যমূল্যে তরমুজ, আলু ও পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে শেষ রোজা পর্যন্ত। সাধারণ জনগণ অপেক্ষাকৃত কম দামে তরমুজ পেয়াঁজ ও আলু কিনতে পেরে অনেক খুশি।
আড়াইহাজার পৌর মেয়র মোঃ সুন্দর আলী জানান, রমজানে তরমুজের অতিরিক্ত দামের কারণে সাধারণ জনগণ তরমুজ কিনে খেতে পারছেন না। এলাকার অনে লোক নিম্ন আয়ের। তাদের চাহিদার উপর ভিত্তি করে জাতীয় সংসদের হুইপ ও আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবুর পরামর্শ ক্রমে এ সমস্ত দ্রব্যগুলো সাধারণ জনগণের সহজ লভ্যতার কথা ভেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে প্রায় ৪-৫শ টাকা করে বিক্রি যোগ্য একটি তরমুজের দাম নেয়া হচ্ছে মাত্র ১৭০ টাকা, আলু প্রতি কেজি ৩২ টাকা এবং পেঁয়াজ ৪৭ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রম শেষ রোজা পর্যন্ত চলবে।
সরেজেিমন গিয়ে দেখা গেছে, কম দামে দ্রব্য পেয়ে জনগন বেশ খুশি। বেশ কয়েজন তাদের প্রতিক্রিয়িা ব্যক্ত করতে গিয়ে বলেন, মেয়র সাহেব জনগণের চাহিদার উপর ভিত্তি করে যে উদ্যোগ নিয়েছেন তাতে আমরা অনেক খুশি।