সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
১৯শে রমজান ছাবেরা ফাউন্ডেশন ও সাবিলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ বন্দরের হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অধ্যায়নরত প্রতিবন্ধী শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের মাঝে ঈদ সামগ্রী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব ও নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মো:শাহ আলম ও বন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব এম.এ. মুহাইমিন আল জিহান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজহিতৈষী প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জনাব ইকবাল আহমেদ সহ,আনন্দধামের মহাসচিব শ্রী বিশ্বজিৎ সাহা, প্রতিষ্ঠানটির পরিচালক মতিউর রহমান মুক্তি, আবদুল কাইয়ুম আল আমিন, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের সাবিলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আসতে পেরে আবেগ আপ্লূত হয়ে প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। তাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নৈসর্গিক শান্তি অনুভব করতে পারছি। এই প্রতিবন্ধী শিশুরা সৃষ্টির বৈচিত্র, তাদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব। আমিও আজ এসেছি আমার মায়ের নামে জনকল্যাণে প্রতিষ্ঠিত ছাবেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ঈদ উপহার সাথে নিয়ে।
এ সময় তিনি প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, বন্দরের মত এমন একটি অঞ্চলে হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের মত একটি মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলায় এর প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর ভূষয়ী প্রশংসা করে তাকে প্রতিবন্ধী সেবায় রোল মডেল হিসেবে উল্লেখ করেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার স্নেহাশীর্বাদে বাংলাদেশে প্রতিবন্ধীদের অধিকার আজ সুসংহত।
বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব মো:শাহ আলম বলেন, আমি নিজে এসে প্রতিবন্ধীদের মাঝে অবস্থান করে ও প্রতিষ্ঠানটি সারেজমিনে পরিদর্শন করে যে অভিজ্ঞতা নিয়ে গেলাম, তাতে শুধু এইটুকুই বলবো, আমি অভিভূত। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের প্রতি বাংলাদেশ সরকারের সুদৃষ্টি সবসময় থাকবে।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব এম.এ. মুহাইমিন আল জিহান তার বক্তব্যে বলেন, বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রতিবন্ধীদের প্রতি অবহেলার সুযোগ নেই। সমাজের নাগরিকদের সহযোগিতাই প্রতিবন্ধীদের জীবন নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।
সভার সভাপতি হাসিনা রহমান সিমু সাবেক সচিব, যুগ্মসচিব ও ইউএনওকে ধন্যবাদ জানিয়ে বলেন, শত ব্যস্ততার মাঝেও আপনাদের আগমন প্রতিবন্ধী সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আরো বেগবান হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সরকারের প্রভাবশালী সাবেক সচিব ও অভ্যাগত অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম খুটিয়ে খুটিয়ে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন।