সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী ২১ মে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে একাধিক সম্ভাব্য প্রার্থীরা ভোটের মাঠে প্রচারণায় নেমেছেন। কেউ কেউ আলোচনায় রয়েছেন। আলোচনায় আসছেন নারী ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরাও। পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ভোটের আনুষ্ঠাকিতা শুরু হবে। নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলার তফসিল ঘোষণা করেছে আজ ১ এপ্রিল সোমবার।
এদিকে নতুন করে পুরোদমে আলোচনায় এসেছেন সোনারগাঁও উপজেলা কৃষকলীগের মহিলা বিষয়ক যুগ্ম আহ্বায়ক শাহজাদী আক্তার সুমী। সম্প্রতি তার পক্ষে স্থানীয়ভাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন শাহজাদী আক্তার সুমী।
স্থানীয়দের সূত্রে তার সম্পর্কে ব্যাপক আলোচনার বিষয়ে জানাগেছে, সুমি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলোচিত তরুণ রাজনীতিক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনির আপন বোন। পারিবারিকভাবেই সুমি রাজনীতিতে ছিলেন। তার পিতা সাবেক মেম্বার শাহ জামাল তোতা। তিনিও এক সময় কৃষকলীগের রাজনীতিতে নেতৃত্বে ছিলেন।