ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী স্বেচ্ছাসেবকদের মৌলিক মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা সেবা প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে ২০ জন স্বেচ্ছাসেবকদের নিয়ে ২৮ এপ্রিল রবিবার থেকে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চাষাড়া ডাক বাংলোতে এ প্রশিক্ষণ শুরু হয়। এ দিন সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধন করে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। যাদের নিয়ে এই প্রশিক্ষণ তারা নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, ভাইস চেয়ারম্যান ফারুক বিন ইউসুফ পাপ্পু, কার্যনির্বাহী কমিটির সদস্য খবির আহমেদ. ইউনিট লেভেল অফিসার কাওছার আহমেদ, সীমা আক্তার প্রমূখ।