সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-৫ আসনে চারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফতুল্লার পঞ্চবটির চাঁদনী হাউজিং এলাকায় দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধানের উদ্যোগে নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
৩০ এপ্রিল মঙ্গলবার সকালে পঞ্চবটির চাঁদনী হাউজিং এলাকাস্থ হামিদ প্রধানের বাড়ির সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকী পালনে সকাল থেকে আওয়ামী লীগ নেতা হামিদ প্রধানের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। পরে এলাকায় রান্না করা খিচুরি বিতরণ করা হয়।