ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে মহান মে দিবসে আলোচনা সভা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে বুধবার সকাল ১১টায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোবারক চৌধুরী হান্না, নুরু ইসলাম মেম্বার।

আলোচনা সভায় বক্তারা বলেন, আহবমান কাল ধরে শ্রমিক শ্রেণির সংগ্রাম চলে আসছে। শ্রমিক শ্রেণির এই সংগ্রাম চলবেই। শ্রমিকদের মধ্যে বিভাজন করতে পারলেই মালিকপক্ষ সফল। শ্রমিক শ্রেণি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে মালিকপক্ষ বিভাজন তৈরি করতে পারবে না।

বক্তারা বলেন, মে দিবস পালনই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হোক শ্রমিকদের অধিকার আদায়, শ্রমিকের নিরাপত্তা। ৮ ঘণ্টার অধিক কাজ নয়। এর বেশি কাজ করলে ওভারটাইম বা অতিরিক্ত সময়ের মজুরি দিতে হবে। ওভারটাইমের একটা নির্দিষ্ট সময় থাকা প্রয়োজন। যাতে করে একটা শ্রমিক তার শরীরের সহনীয় পর্যায় পর্যন্ত কাজ করতে পারে। বাংলাদেশে অসংখ্য শ্রমিক সংগঠন রয়েছে। যাদের যথাযথ প্রয়োগের ব্যবস্থা করতে হবে। যাতে করে তারা শ্রমিকদের কল্যাণে কাজ করতে পারে। শ্রমিকদের সব দাবি মালিক পক্ষ বা সরকারের কাছে তুলে ধরতে পারে। তাতে করে শ্রমিক এবং মালিক পক্ষের দূরত্ব অনেকখানি লাঘব হবে। শ্রম আইনগুলো কঠোরতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।

সাংবাদিকদের প্রসঙ্গে বক্তারা আরও বলেন, যুগে যুগে সাংবাদিকরা তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে আসছে। ঐক্যের মধ্যে আলাদা শক্তি আছে। ঐক্য, সহমর্মিতা অধিকার আদায়ের সবচেয়ে বড় হাতিয়ার।

ক্লাবের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক ফজলুল হক পলাশ, সদস্য আবু সাঈদ, মরিয়ম আক্তার রুমা প্রমুখ।