সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় পুলিশের ব্লকরেইডে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুুলিশ। গত ৪ মে ২৪ ঘন্টায় এসব অপরাধীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। এদের মধ্যে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন।
৬ মে সোমবার সন্ধায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিআইও-২ সাজ্জাদ রুমন এ তথ্য জানান।
তিনি জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ব্লকরেইডে ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট, ৩ গ্রাম হেরোইন, ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে সদর মডেল থানায় তাদের আসামি করে ৪টি মামলা দায়ের করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ব্লকরেইডে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
বন্দর থানা পুুলিশের ব্লকরেইডে ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশের ব্লকরেইডে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
আড়াইহাজার থানা পুলিশের ব্লকরেইডে ৪ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পৃথক ৪টি মামলা দায়ের করা হয়।
সোনারগাঁও থানা পুলিশ ব্লকরেইডে ৯ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬০পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম হেরোইন, ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে সোনারগাঁও থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়।
এছাড়াও জিআর ওয়ারেন্টভূক্ত আসামি ১৩ জন, সিআর মামলায় আসামি ৮জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ জনকে গ্রেপ্তার করা হয়। মোট ৫৪ জনকে গ্রেপ্তার করে আসামিদের আদালতে পাঠানো হয়।
জেলা পুুলিশ জানিয়েছে, ব্লকরেইড, জঙ্গী ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান থাকবে এবং এ অভিযানকে আরো জোরালো করা হবে।