সামাজিক উন্নয়নে আনন্দধাম: আইনজীবী ফোরাম সদস্যদের নিয়ে সভা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন আনন্দধাম। সামাজিক উন্নয়নে কাজ করছে সংগঠনটি। ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আনন্দধাম কেন্দ্রীয় কমিটির আইনজীবী ফোরামের সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের সায়েম প্লাজার তৃতীয় তলায় জেটএস ইডেন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় ।

এতে আনন্দধাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক পরিচালক অ্যাডভোতেকট শেখ মোঃ জসিম উদ্দিন, সদস্য অ্যাডভোকেট জনি চন্দ্র গোপ, অ্যাডভোকেট বিশ্বজিত কুমার রায়, অ্যাডভোকেট সজিব দেওয়ান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম রনি, অ্যাডভোকেট চায়না সুলতানা, অ্যাডভোকেট মো. আল আমিন, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মো. লিটন, অ্যাডভোকেট কালাম, অ্যাডভোকেট পলাশ, অ্যাডভোকেট রেদোয়ান চৌধুরী রিফাত, অ্যাডভোকেট কামাল হোসেন ও শোভা আক্তার প্রমূখ।

সভায় আনন্দধাম কেন্দ্রীয় কমিটির আইনজীবী ফোরামের সদস্যদের নিয়ে আগামীতে কিভাবে সমাজের অসহায় ও সাধারণ মানুষের জন্য কাজ করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়াও আলোচনার বিষয় ছিল- সমাজের মানুষের মাদকের ভয়ালদর্শন থেকে মুক্ত করা। বিশুদ্ধ ব্লাড নিশ্চিত করা প্রয়োজনীয় মূহুর্তে। যার যার কম অনুযায়ী চাকুরির জন্য পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে চাকুরির নিশ্চয়তা করা। গরীব মেধাবী শিক্ষার্থীদের যার যার প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার ব্যবস্থা নিশ্চিত করা। সমাজের অবহেলিত বৃদ্ধা মাদের বৃদ্ধাশ্রমে থাকার পদক্ষেপ নেয়া। স্বাস্থ্যগত বিষয়ে মনিটরিং করা ও সেবাপ্রতিষ্ঠান যাতে কম খরচে সর্বোচ্চ সেবা নিশ্চিত করে তার ব্যবস্থা করা। বিভিন্ন রকম ভাতার ব্যাপারে প্রয়োজনীয় কর্র্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ভাতার নিশ্চয়তা করা। অটিজম বাচ্চাদের সরকারি সুবিধা পাবার ব্যাপারে তদারকি করা এবং আমাদের নিজস্ব অটিজম স্কুলের মাধ্যমে মানসিক বিকাশ ও শিক্ষার মান নিশ্চিত করা। বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ডাক্তারের মাধ্যমে এলাকায় চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আইনগতভাবে গরীব মানুষের পাশে আনন্দধাম আইনজীবী ফোরামের মাধ্যমে বিনামূল্যে সেবা নিশ্চিত করা।